ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

জনসনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন মন্ত্রীরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করার ঘটনায় পাঁচ উপদেষ্টার পদত্যাগের পর এবার মন্ত্রীরাও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গ ছাড়ছেন। জোরালো হচ্ছে তার পদত্যাগের দাবি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে পদত্যাগ করেন জনসন সরকারের আরেক উপদেষ্টা এলেনা নারোজানসকি। একই সময়ে জনসনের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও চ্যান্সেলর রিসি সৌন্যাক। 

এছাড়া আরও দুজন দলীয় এমপি প্রধানমন্ত্রীর পদে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছে। এ অবস্থায় খোদ নিজ দলে ও দলের বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন বরিস জনসন। 

যদিও এখনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র। 

উল্লেখ্য, মহামারি করোনার সময়ে লকডাউন ভেঙ্গে ১০ ডাউনিং স্ট্রিটে জনসন ও তার কার্যালয়ের কর্মীরা একাধিক পার্টি করেছেন। এর এমন প্রমাণ মিলেছে প্রশাসনিক তদন্তে। এখন বিষয়টির তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি